জামায়াতের ইসলামীর নায়েবে আমির এ কে এম নাজির আহমদ বলেছেন, দেশে ১০০ জন ভালো মানুষের তালিকা করা হলে সেখানে অবশ্যই জামায়াতে ইসলামীর নেতাদের নাম থাকবে।
আজ শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দলের শীর্ষ নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।
বেলা ১১টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে
শুরার অধিবেশন শুরু হয়। এতে ২২ জন নারী সদস্যসহ ২২২ জন অংশ নিয়েছেন।
নাজির আহমদ বলেন, ১৯৭১ সালে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জামায়াতে ইসলামীর কেউ বিন্দু পরিমাণে জড়িত ছিলেন না। কল্পকাহিনি সাজিয়ে তাঁদের গ্রেপ্তার করে রাখা হয়েছে। এই নিরপরাধ মানুষগুলোকে মুক্তি দিয়ে কোটি কোটি মানুষকে শান্ত করতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
এ সময় দলের কেন্দ্রীয় নায়েবে আমির আবুল কালাম মো. ইউসুফ, মাওলানা আবদুস সোবহান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দলের শীর্ষ নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।
বেলা ১১টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে
শুরার অধিবেশন শুরু হয়। এতে ২২ জন নারী সদস্যসহ ২২২ জন অংশ নিয়েছেন।
নাজির আহমদ বলেন, ১৯৭১ সালে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জামায়াতে ইসলামীর কেউ বিন্দু পরিমাণে জড়িত ছিলেন না। কল্পকাহিনি সাজিয়ে তাঁদের গ্রেপ্তার করে রাখা হয়েছে। এই নিরপরাধ মানুষগুলোকে মুক্তি দিয়ে কোটি কোটি মানুষকে শান্ত করতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
এ সময় দলের কেন্দ্রীয় নায়েবে আমির আবুল কালাম মো. ইউসুফ, মাওলানা আবদুস সোবহান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted in: Funny,উক্তি-২০১১,জামায়াতে ইসলামী,যোদ্ধ অপরাধী,স্মরনীয় বানী
0 comments:
Post a Comment