Total Pageviews

Feedjit Live

Sunday, July 10, 2011

বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দরিদ্র মানুষের সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে তাঁর সরকার কাজ করে যাচ্ছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে হবে, যেখানে কেউ না খেয়ে থাকবে না।
আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) যুগপূর্তি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, দেশের দরিদ্র ও সীমিত আয়ের মানুষের জীবন যাতে ভালোভাবে চলে, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বেতন-ভাতা বাড়িয়েছেন। তিনি বলেন, সরকার সামাজিক বেষ্টনীর আওতায় গত বছর ২০ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে ৮২টি কর্মসূচি বাস্তবায়ন করেছে। চলতি বছর ২২ হাজার কোটি টাকা ব্যয়ে ৮৪টি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এগুলোর মাধ্যমে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, অসচ্ছল প্রতিবন্ধীসহ বিভিন্ন দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীকে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধির লক্ষ্যে কর্মিসহায়ক ফাউন্ডেশনের অধীনে প্রায় ৮১ লাখ দরিদ্র মানুষের মধ্যে ১০ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ‘দারিদ্র্য বিমোচনে আমাদের আরেকটি সফল উদ্যোগ একটি বাড়ি একটি খামার প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান, আর্থিক ও সম্পদ সহায়তা প্রদান করা হচ্ছে। ৪৮২টি উপজেলার ৬৪০টি গ্রামে এ প্রকল্পের কাজ চলছে। আমরা শিগগিরই দেশের সকল গ্রামে এ প্রকল্প সম্প্রসারণ করব।’
শেখ হাসিনা বলেন, ‘সরকার ক্ষমতায় আসার পর সারা দেশে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমরা ন্যাশনাল সার্ভিস চালু করেছি। প্রবাসে শ্রমিক প্রেরণের জন্য প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।’
শেখ হাসিনা আরও বলেন, দারিদ্র্যসীমার নিচে অবস্থানকারী জনগোষ্ঠীর সংখ্যা ২০০৫ সালে ছিল ৪০ শতাংশ। আর বর্তমানে তা ৩১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে ৮১৮ ডলারে উন্নীত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য দূর করতে কেবল সরকারের মুখাপেক্ষী হয়ে না থেকে নিজেদের উদ্যোগী হতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সুফল ভোগীদের পুরস্কার প্রদান করেন।

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More