Total Pageviews

Feedjit Live

Saturday, July 2, 2011

‘ধর্মনিরপেক্ষতা’ প্রতিস্থাপনে ক্ষুব্ধ ধর্মভিত্তিক দলগুলো

সংবিধানের ১৫তম সংশোধনীতে ‘ধর্মনিরপেক্ষতা’ ও ‘সমাজতন্ত্র’ প্রতিস্থাপন করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ধর্মভিত্তিক দলগুলো। কয়েকটি দল বিক্ষোভ মিছিল, সমাবেশসহ হরতালের কর্মসূচিও দিয়েছে।
ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ প্রথম আলোকে বলেন, ধর্মভিত্তিক দলগুলো শুরু থেকেই সংবিধানের মূলনীতি থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ তুলে দিয়ে ‘ধর্মনিরপেক্ষতা’ ও ‘সমাজতন্ত্র’ প্রতিস্থাপন না করার দাবি জানিয়ে আসছিল। এ দাবি উপেক্ষা করেই সংবিধান সংশোধন করা হয়েছে। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল ও মুসলিম দেশসমূহের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সংহত, সংরক্ষণ এবং জোরদার করার ধারা বাতিল করার বিষয়ে ধর্মভিত্তিক দলগুলোর আপত্তি আছে বলে তিনি জানান।
এ ছাড়া সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’-এর বিকৃত অনুবাদ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আবদুর রব ইউসূফী।
সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ: ধর্মভিত্তিক সংগঠনের মোর্চা সংগঠন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি করে গতকাল রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে।
জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে সংগঠনটির মিছিল নিয়ে তারা পুরানা পল্টন, বিজয়নগর, কাকরাইল হয়ে শান্তিনগর গিয়ে শেষ হয়। মিছিলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।
সমাবেশে ওলামা মাশায়েখ পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ নেজামী বলেন, ‘সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দিয়ে ধর্মনিরপেক্ষতার নামে সরকার কুফরি মতবাদ প্রতিস্থাপন করেছে।’
ইসলামী ঐক্যজোট: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী দাবি করেন, পঞ্চদশ সংশোধনী বিল পাস করার মাধ্যমে সরকার নিজেদের পতনে স্বাক্ষর করেছে।
গতকাল বিকেলে সংগঠনের লালবাগের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখা করতে আসার একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
আমিনী বলেন, শেখ হাসিনার অন্তরে যদি সামান্যতম ইমান থাকত, তাহলে সংবিধান থেকে আল্লাহকে বাদ দেওয়ার সাহস পেতেন না।

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More