জাতিসংঘের সাধারণ পরিষদ গতকাল বৃহস্পতিবার আফ্রিকার সদ্য স্বাধীন দেশ দক্ষিণ সুদানকে সংস্থাটির ১৯৩তম সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।
প্রায় দুই দশকের সংঘাতের পর ৯ জুলাই স্বাধীন দেশ হিসেবে দক্ষিণ সুদান পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে।
উত্তর ও দক্ষিণ সুদানের দীর্ঘ সংঘাতে প্রায় ২০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। দক্ষিণ সুদানের স্বাধীনতার প্রশ্নে গত জানুয়ারিতে দেশটিতে গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে দক্ষিণ সুুুদানের জনগণ স্বাধীনতার পক্ষে মত দেয়।
দক্ষিণ সুদানকে জাতিসংঘের সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে গতকাল সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। জাতিসংঘের ১৯৩তম সদস্য হিসেবে সর্বসম্মতভাবে দক্ষিণ সুদান স্বীকৃতি পাওয়ার সাধারণ পরিষদে হর্ষধ্বনি ছড়িয়ে পড়ে।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, ‘স্বাগত দক্ষিণ সুদান। জাতিসংঘে স্বাগত।’ সাধারণ পরিষদের সভাপতি জেসেফ দাইস তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা একটা ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্ত।’
সদস্য পদ প্রাপ্তির পরপর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে দক্ষিণ সুদানের পতাকা ওড়ানো হয়।
এর আগে গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক সভায় ভোটাভুটির মাধ্যমে সর্বসম্মতভাবে দক্ষিণ সুদানকে সংস্থাটির সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়।
প্রায় দুই দশকের সংঘাতের পর ৯ জুলাই স্বাধীন দেশ হিসেবে দক্ষিণ সুদান পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে।
উত্তর ও দক্ষিণ সুদানের দীর্ঘ সংঘাতে প্রায় ২০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। দক্ষিণ সুদানের স্বাধীনতার প্রশ্নে গত জানুয়ারিতে দেশটিতে গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে দক্ষিণ সুুুদানের জনগণ স্বাধীনতার পক্ষে মত দেয়।
দক্ষিণ সুদানকে জাতিসংঘের সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে গতকাল সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। জাতিসংঘের ১৯৩তম সদস্য হিসেবে সর্বসম্মতভাবে দক্ষিণ সুদান স্বীকৃতি পাওয়ার সাধারণ পরিষদে হর্ষধ্বনি ছড়িয়ে পড়ে।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, ‘স্বাগত দক্ষিণ সুদান। জাতিসংঘে স্বাগত।’ সাধারণ পরিষদের সভাপতি জেসেফ দাইস তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা একটা ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্ত।’
সদস্য পদ প্রাপ্তির পরপর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে দক্ষিণ সুদানের পতাকা ওড়ানো হয়।
এর আগে গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক সভায় ভোটাভুটির মাধ্যমে সর্বসম্মতভাবে দক্ষিণ সুদানকে সংস্থাটির সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়।
Posted in: World,বহির্বিশ্ব
0 comments:
Post a Comment