রবি, ১০ জুলাই ২০১১, ২৬ আষাঢ় ১৪১৮
জাতীয় ফতোয়া বোর্ডের মুফতিদের বিবৃতি
সরকার সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস মুছে ফেলে মুসলমানদের ঈমান বিনষ্ট করে উল্লেখ করে ঈমান রক্ষার তাগিদে সকল তৌহিদী জনতাকে ঐক্যবদ্ধভাবে হরতাল পালনের মাধ্যমে মুসলমানদের ঈমান ফিরিয়ে আনার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ডের মুফতিগণ।
গতকাল এক বিবৃতিতে মুফতিগণ বলেন, ১০ ও ১১ তারিখের হরতাল নিছক দ্বীন হেফাজতের জন্য। দুনিয়াবী কোন স্বার্থ হাসিলের হরতাল নয়, এটা সকলের ঈমান রক্ষার হরতাল, আর এই হরতাল বাস্তবায়ন করা সকল মুসলমানের ঈমানী দায়িত্ব। আর এই দায়িত্ব বাস্তবায়নে অবহেলা করলে ঈমান রক্ষা করা যাবে না। তাই ইসলাম ও সমমনা ১২ দলের আহূত হরতালে সকল শক্তি ব্যয় করে দেশের সংবিধানে পুনরায় আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার জন্য আলেম, উলামা, পীর, মাশায়েখ ও তৌহিদী জনতাসহ সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন: প্রফেসর ড. মুফতি মাওলানা আব্দুস সালাম মাদানী, ড. ইয়াহইয়ার রহমান, মুফতি মাওলানা নূর হুসাইন আল কাশেমী, মুফতি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মুফতি মাওলানা আবুল বাশার, মুফতি মাওলানা শাহ আরিফ বিল্লাহ, অধ্যাপক মুফতি মাওলানা আ.ন.ম. রফীকুর রহমান মাদানী, মুফতি ড. সিকান্দার আলী মাদানী, মুফতি ড. তরিকুল ইসলাম মাদানী, মুফতি মাওলানা লুত্ফর রহমান আল মাদানী, মুফতি মাওলানা নূরুল্লাহ আল মাদানী, মুফতি মাওলানা মোহাম্মদ ইউসুফ আল মাদানী, ড. মুফতি নিজামুদ্দীন, মুফতি আবুল কালাম পাটোয়ারী, ড. মুফতি মাওঃ আবু ইউসুফ খান, মুফতি ড. মানজুর-ই-ইলাহী আল মাদানী, প্রফেসর মুফতি ড. আবুল কালাম আযাদ আল মাদানী (লন্ডন), প্রফেসর মুফতি আবদুর রহমান মাদানী, ড. মুফতি মাওলানা আবদুস সালাম মাদানী, প্রফেসর মুফতি ড. মাওলানা সাইফুল্লাহ মাদানী, প্রফেসর মুফতি মাওলানা জুনায়েদ মাদানী, প্রফেসর মাওলানা মুফতি ইসহাক মাদানী, হাফেজ মুফতি মাওলানা আব্দুর রহমান।



0 comments:
Post a Comment