রাজধানী অসলোর প্রধান গির্জায় শোকে মুহ্যমান শত শত মানুষের সামনে প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ গতকাল রোববার এ কথা বলেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, লেবার পার্টির যুব শাখার সদস্যসহ নিহত সবার পরিচয় ও ছবি যত দ্রুত সম্ভব প্রকাশ করা হবে। তখন নৃশংস এই ঘটনার প্রকৃত ভয়াবহতা বেরিয়ে আসবে। তিনি বলেন, আমাদের দেশ ছোট। কিন্তু আমরা গর্বিত জাতি। আমরা কখনোই আমাদের মূল্যবোধ থেকে সরে যাব না। স্টলটেনবার্গ বলেন, নৃশংস এই হামলা সত্ত্বেও আমরা প্রকৃত গণতন্ত্র, উদারতা ও মানবিকতার দিকে এগিয়ে যাব।
দেশটির গির্জার প্রধান যাজক ওলে ক্রিশ্চিয়ান কেভারমে শোকার্ত জনতার উদ্দেশে বলেন, আমরা শোকের চিহ্ন নিয়ে এখানে সমবেত হয়েছি। সঙ্গে আশাও জিইয়ে রাখতে হবে।
যুক্তরাজ্যের রানির শোক: নরওয়েতে জোড়া সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ নরওয়ের রাজা হ্যারাল্ডের কাছে পাঠানো এক শোক বার্তায় বলেন, এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। রাজা ফিলিপসহ আমি নরওয়ের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। সন্ত্রাসী হামলায় হতাহত সবার প্রতি আমাদের প্রার্থনা ও শুভকামনা রইল।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নরওয়ের প্রধানমন্ত্রী জেনস স্টলটেনবার্গকে ফোন করে সমবেদনা জানিয়েছেন। এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন এ ঘটনা তদন্তে ব্রিটিশ পুলিশের সহযোগিতা দেওয়ার প্রস্তাব দেন।
পোপের শোকপ্রকাশ: নরওয়েতে হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। গতকাল রোববার নিজের গ্রীষ্মকালীন বাসভবনে এই শোক প্রকাশের কথা জানান। ঘৃণ্য এই পথ থেকে সরে আসার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
পোপ বেনেডিক্ট বলেন, আমরা হামলায় নিহতদের জন্য প্রার্থনা করি। আহতদের প্রতি সমবেদনা জানাই।
গত শুক্রবার জোড়া সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হয় নরওয়ে। রাজধানী অসলোতে বোমা বিস্ফোরণে নিহত হয় সাতজন। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় প্রধানমন্ত্রীর দপ্তরসহ কয়েকটি সরকারি ভবন। এর কিছুক্ষণ পর রাজধানীর দক্ষিণে একটি দ্বীপে দেশের ক্ষমতাসীন দলের যুব সংগঠনের সম্মেলনে এক বন্দুকধারীর গুলিতে নিহত হয় ৮৫ জন। এএফপি, বিবিসি।
0 comments:
Post a Comment