পুরান ঢাকার একটি বিদ্যালয়ে পুলিশ অভিযান চালিয়ে পাকিস্তানের পতাকা, সরকারিনীতির বিরুদ্ধে প্রচারপত্র, ধর্মীয় বই, জামায়াতের নেতাদের মুক্তির পোস্টারসহ সাত শিক্ষককে আটক করেছে। আজ শনিবার এ ঘটনা ঘটে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলমগীর হোসেন, শিক্ষক নূরে আলম সিদ্দিকী, ইসমাইল হোসেন, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, মো. ওবায়দুল্লাহ ও রুস্তম আলী।
কোতোয়ালি থানা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার পর পুলিশ ২৭/১ সৈয়দ আওলাদ হোসেন লেনের ঢাকা মডেল প্রি ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে অভিযান চালায়। পুলিশ ওই স্কুলের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে পাকিস্তানের পতাকা, সরকারিনীতির বিরুদ্ধে প্রচারপত্র, সিডি, ক্যাসেট ও হরতালের সমর্থনে ছাপানো পোস্টারসহ বিভিন্ন সরকার বিরোধী বিপুল লিফলেট জব্দ করে।
কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, বিকেল চারটার দিকে পুলিশ অভিযান শেষ করে। তিনি বলেন, আটক অধ্যক্ষ আলমগীর হোসেন ৭২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। অন্যরা জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
তাঁরা আওলাদ হোসেন লেনে ওই বাড়িটির দ্বিতীয় ও তৃতীয় তলা স্কুলের জন্য ভাড়া নিয়েছিল। কিন্তু সেখানে তারা সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছিল। তারা দেশের পতাকা চেয়ার, বেঞ্চ ও টেবিল মোছার কাজে ব্যবহার করত। পুলিশ এদের বিরুদ্ধে মামলা করবে বলে তিনি জানান।
0 comments:
Post a Comment