অ্যান্ডারস বেহরিং ব্রেইভিক
ক্রিশ্চিয়ান হ্যাটলো বলেন, বর্তমানে ব্রেইভিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ২১ বছরের করাদণ্ডাদেশ হতে পারে। তবে ব্রেইভিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে তাঁর ৩০ বছরের কারাদণ্ডাদেশ হতে পারে।
নরওয়ের বিচারমন্ত্রী নুট স্টরবার্জেট জোড়া হামলার ঘটনায় পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি অসলো পুলিশ ও তাদের সহযোগীদের চমৎকার কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’ এর আগে হামলার ঘটনায় কর্মকর্তাদের কাজের ধীরগতির জন্য গণমাধ্যমে পুলিশের সমালোচনা করা হয়েছে।
নুট স্টরবার্জেট বলেন, ‘এই লোকেরা প্রত্যাশার চেয়েও অনেক বেশি কঠোর পরিশ্রম করেছে। তারা তাদের ছুটির দিনও বিসর্জন দিয়েছে এবং দেশের সব প্রান্ত থেকেই তারা স্বেচ্ছায় সহযোগিতা করেছে।’
পুলিশের মুখপাত্র স্টার্লা হেনরেইকসবো বলেন, ব্রেইভিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। তবে অন্য অভিযোগগুলোর সম্ভাবনা এখনো বাদ দেওয়া হয়নি। পুলিশের গতকাল রাতেই হামলার শিকার ব্যক্তিদের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা।
নরওয়ের পুলিশ ধারণা করছে, শুক্রবার অ্যান্ডারস বেহরিং ব্রেইভিক সম্ভবত একাই জোড়া হামলা চালিয়ে ৭৬ জনকে হত্যা করেছিলেন। ঘটনা তদন্তের সঙ্গে জড়িত ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, ব্রেইভিক যখন নিজেই একা ওই হামলা চালানোর দাবি করেছেন, তখন তাঁর দাবি তেমন বিশ্বাসযোগ্য মনে হয়নি। তবে আমরা কেউই তাঁর দাবির বিষয়টি একবারেই উড়িয়ে দিইনি। বিবিসি, এএফপি, রয়টার্স ও দ্য হিন্দু। প্রথম আলো
0 comments:
Post a Comment