দক্ষিণ সুদানের রাজধানী জুবায় গতকাল স্বাধীনতা উদ্যাপন অনুষ্ঠানের মহড়ায় অংশ নেয় এক দল শিক্ষার্থী
এএফপি
সাবেক যোদ্ধা, সেনাসদস্য ও বেসামরিক লোকজন গতকাল প্রখর রোদ উপেক্ষা করে রাজধানী জুবায় শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রায় অংশ নেওয়া লোকজনের অনেকের পরনে ছিল ঐতিহ্যবাহী পোশাক। অনেকেই নেচে নেচে ড্রাম বাজাচ্ছিল।
আজকের মূল অনুষ্ঠানটি হবে বিদ্রোহী নেতা জন গারাংয়ের সমাধিস্থলে। ২০০৫ সালের শান্তিচুক্তির মাত্র কয়েক মাসের মধ্যেই দক্ষিণের বিদ্রোহী এই নেতাকে হত্যা করা হয়। ওই শান্তিচুক্তির মাধ্যমে অবসান হয়েছিল কয়েক দশকের সংঘাতের।
জাওয়ার ডসন (২৮) নামের এক স্বেচ্ছাসেবী বলেন, ‘স্বাধীনতা পাওয়ায় আমি খুবই আনন্দিত।’
তিনি বলেন, ‘এই অনুষ্ঠান উদ্যাপনের জন্য যেসব দেশের প্রতিনিধিরা এখানে আসছেন, আমি সেই সব দেশকে স্বাগত জানাতে চাই। আমরা নিজেদের সেরাটা দেখাতে চাই।’
আফ্রিকার ৩০ জন নেতাসহ বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেবেন। দক্ষিণ সুদানের লাখো মানুষ সেখানে উপস্থিত থাকবে।
শুক্রবার মধ্যরাতে গির্জায় ঘণ্টা বাজানো হবে। মূল অনুষ্ঠানের মধ্যে রয়েছে সামরিক কুচকাওয়াজ, প্রার্থনা, দক্ষিণ সুদানের জাতীয় পতাকা উত্তোলন। এ ছাড়া দক্ষিণ সুদানের প্রথম প্রেসিডেন্ট সালভা কির দেশের অন্তর্বর্তী সংবিধানে স্বাক্ষর করবেন।
জাতিসংঘের মহাসচিব বান কি মুনের গতকাল জুবায় পৌঁছানোর কথা। অন্যদিকে দক্ষিণ সুদানের উদ্দেশে রওনা হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা খার্তুমে সুদানের নেতা ওমর আল-বশিরের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। দক্ষিণ সুদানের আয়তন ৬লাখ ১৯ হাজার ৭৪৫ বর্গকিলোমিটার। দেশটির জনসংখ্যা ৭৫ লাখ থেকে ৯৭ লাখের মধ্যে। এএফপি।
0 comments:
Post a Comment