Total Pageviews

Feedjit Live

Wednesday, July 13, 2011

ছিনতাই হওয়া অটোরিকশাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছিনতাই হওয়া সিএনজিচালিত অটোরিকশাসহ আওয়ামী লীগের এক নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 
গত মঙ্গলবার রাতে রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে ৯০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল আহমেদ ও তাঁর সহযোগী আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ১২টি অটোরিকশা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-১-এর মেজর মোসতাক আহমেদ প্রথম আলোকে বলেন, বাবুল অটোরিকশা ছিনতাই চক্রের হোতা। নগরের বিভিন্ন এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশা বাবুল তাঁর কাছে রেখে বিক্রি করে আসছিলেন। তাঁর অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাবুল ও রহমানকে শ্যামপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১-এর একটি দল পোস্তগোলার ডায়না সিনেমা হলের সামনে থেকে ছিনতাই হওয়া দুটি অটোরিকশাসহ আবদুর রহমানকে গ্রেপ্তার করে। রহমান ওই অটোরিকশা দুটি ছিনতাই করে তা অন্যজনের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে রহমান র‌্যাবকে জানান, ছিনতাই হওয়া আরও ১০টি অটোরিকশা বাবুলের কাছে আছে। এরপর র‌্যাব রহমানকে সঙ্গে নিয়ে পোস্তগোলা কটন মিলের ভেতর থেকে আরও ১০টি অটোরিকশা উদ্ধার করে এবং বাবুলকে গ্রেপ্তার করে।
র‌্যাব কর্মকর্তা বলেন, কিছুদিন ধরে র‌্যাব-১-এর কাছে বেশ কিছু অটোরিকশা ছিনতাইয়ের লিখিত অভিযোগ আসে। এর ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালানো হয়। 
শ্যামপুর থানা আওয়ামী লীগের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, ৯০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা বাবুল দীর্ঘদিন ধরে পোস্তগোলা অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি করে আসছিলেন। তাঁর পৃষ্ঠপোষকতায় পোস্তগোলা এলাকায় অটোরিকশা ছিনতাই হচ্ছে।

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More