Total Pageviews

Feedjit Live

Saturday, October 8, 2011

ধিক্কার জানাই ভারতীয় জনগন ও ভারতীয় টিভি চ্যানেলগুলোকে যারা আমাদের এভাবে অপমান করছে

কেমন আছেন সবাই ?
আশা করি সবাই ভালো আছেন। আমিও মটেও ভালো নেই।
কারন আজ দুপুরে এমন একটা খবর শুনলাম যাতে কারই মন ভালো থাকার কথানা। এই টিউনটি আরও আগেই করতাম কিন্তু সময়ের অভাবে পারিনি, তাই এখন করতে বসলাম।
ভারতের তারা টিভিতে বাংলাদেশের জাতীয় পতাকা পদদলিত ! আক্ষরিক অর্থেই হতবাক হওয়ার  মতো কান্ড।  শনিবার বাংলাদেশ সময়  রাত সাড়ে আটটায় ঢাকার দর্শকরা তারা টিভি চ্যানেলের গানের  অনুষ্ঠানের মঞ্চের ওপর অঙ্কিত  জাতীয় পতাকার ওপর দাঁড়িয়ে সঙ্গীত  পরিবেশন করতে দেখেছেন। এরপরেও  কি আমরা ভারতের চ্যানেলগুলো বয়কট করবনা ?
আর কত?
এই  খবরটি সবাইকে জানান।  শেয়ার করুন ।  মা-বোন বা যারা ভারতীয় চ্যানেল  দেখে থাকেন তাদের নিরুৎসাহিত করুন  এসব দেখতে।  আপনারা দেখেছেন  কিনা জানিনা ভারতের মানুষ আমাদের  নিয়ে হাসি ঠাট্টা করে ফ্যান পেজ খোলে।
তারমাঝে একটি ফ্যান পেজ " ভারত  ছাড়া বাংলাদেশ শেষ " ! ভেবে দেখুন  কি করবেন?
ওরা হয়ত বলবে যে, বাংলাদেশের পতাকার  দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত  তো সেখানে নাই, তাহলে ওটা বাংলাদেশের  পতাকা হল কিভাবে? কিন্তু আমরা যারা বাংলাদেশি, আমরা জানি তারা আমাদের পরোক্ষ  ভাবে হেয় করলো ।
এটা বুঝতে তো নিশ্চয় আইনস্টাইন
হওয়া লাগে না ?
এবার আপনারা কি করবেন আপনারাই ভালো করে জানেন।
আপনার মূল্যবান মন্তব্য আশা করছি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম



  1. ঘৃণ্য
    কাজ করছে
  2. এর মধ্যে আবার শুনলাম আমাদের জাতীয় সংগীত নিয়ে তাদের মুভির গানে নাকি ব্যাংগ করছে। আর কত? অনেক দাদা দাদা করেছি আর না। আর সহ্য হয় না। আমাদের দেশের পোলা পা্নদের ও বুঝি না। ভারতের কোন গান বের হলেই সেই সান নিয়েই ব্যাস্ত। এই তো কিছুদিন আগেই পাগলু প্যান্ট, পাগলু শার্ট, পাগলু জুতা, পাগলু বাল, পাগলু ছাল। আর সহ্য হয় না। আমাদের দেশের সংস্ক্রিতিকে একেবারে ধংশ করে ছারল। ঘৃণা এসে গেছে এদের প্রতি।
  3. ভাই আপনাকে ধন্যবাদ
    ভারতকে আমি ঘৃণ্যা করি আজিবন করবো
    তারা আমাদের বন্ধু বরং কাল সাপ
  4. ভাই আমরা ত ঠিক ই বুজলাম…কিন্তু আমাদের হাসিনা আপা ত ভারতের পূজা করে…তারে কে বুজাবে…ধিক্কার ভারত…ধিক্কার হাসিনা…
  5. ধিক্কার ধিক্কার ধিক্কার . . . . . . . . থুঃ থুঃ থুঃ ভারত
    • আমাদের ধিক্কাররেত কোন কাজ হবেনা। আমাদের সরকার কি করছে ? @এস, আই, রাজু: ভাই
    • kono ekata serial show er jonyo kono desh kharap hoye jai na,Bharat ke kharap balar age ki ekbaro vebo dekhe cho je 1971 e Bangladesh ke Fight e ke Sahajya kore cilo????????????????
      R jini post kore chen tini er kono proman porjonto dite pare ni,
      • হুম , বাংলাদেশকে তারা সাহায্য করেছিল তাদের স্বার্থে । আমার কালেকশানে নেই তাই আমি লিংকটা দিতে পারছিনা । কালেকশান করতে পারলে আমি লিংকটা দিব । আর এই কথা সবাই জানে যে তারা আমাদের পতাকা পদদলিত করে নেচেছে । আপনি জানেন না ?
  6. Bapper ta khub e ghreenno, kintu tai bole ki mustimeyo kichu bharotio loker jonno ki sara bharoter 110 koti manus e ki kharap.???????? Kintu please kono desh er nam e baje baje comment korben na. ete desh desh e dondo o dharmik bikriti dekha debe. India And Bangladesh is Friend Country. Bangladesh Mohan, India Mohan…….
    • ভারতীয়রা আমাদের পতাকা পায়ের তলে দিয়ে নাচতে পারে তারপরো ভারত মহান ? আপনি ভারতীয় বিএসএফের কাহিনী জানেন না ?
    • ভারতীয়রা আমাদের পতাকা পায়ের তলে দিয়ে নাচতে পারে তারপরো ভারত মহান ? আপনি ভারতীয় বিএসএফের কাহিনী জানেন না ?@Dipankar Roy:
    • দিপঙ্কর ভারত কে বন্ধু ভাবার কোন কারন নাই। তুমি নিজেই একজন ভারতীয় তাই তোমার গায়ে কাটা লাগছে। ভারত বাংলাদেশের জন্য এমন কোন কাজ করেনি যাতে করে আমরা ভারত কে বন্ধু ভাবতে পারি। ভারত শুধু বাংলাদেশকে প্রতি পদে পদে ধোকা দিচ্ছে। তিস্তা চুক্তি থেকে শুরু করে ট্রানজিট , ঋন প্রদান , বি এস এফ দের নিয়ে। ফারাক্কার বাধের জন্য বাংলাদেশের কি পরিনতি তা বাংলাদেশের মানুষ হারে হারে টের পাচ্ছে। বর্ষা মাসে কোথাও পানি নাই তারপরেও ভারত বাংলাদেশের বন্ধু? দিন দিন মিথ্যা ভাহানা করে বাংলাদেশের বন্ধু? বাংলাদেশ, দেশের মানুষ, দেশের কালচার, জাতীয় সংগীত, জাতীয় পতাকা নিয়ে যারা ফান করে তারা কিভাবে বন্ধু হতে পারে আমার জানা নাই। দিপঙ্কর তোমার কাছে আমার একটাই প্রশ্ন একটা উদাহারন দাও যাতে আমরা বাংলাদেশের বন্ধু হিসাবে ভারত কে ভাবতে পারি। তোমাকে আমি শুরুতে ভারতীয় বলেছি। যুক্তি দাও প্রমান কর তুমি বাংলাদেশী। আমার মত বা আমার চেয়ে ভাল। আমি বাংলাদেশী, বাংলাদেশ আমার মা। দেশের ভাল মন্ধে আমার গায়ে লাগে তোমার গায়ে কি লাগে????? কতটা লাগে??? অনেক বেশি লিখে ফেললাম, দেশ নিয়ে কথা তাই লিখেছি। তোমার সাথে আমার ব্যাক্তি গত কোন শত্রুতা নাই। আমি তোমাকে চিনিও না এবং তুমি আমাকে চিননা। তুমি করে বলেছি, আশ করি আমরা সমবয়সী হব তাই। ভাল থেকো তোমার উত্তরের অপেক্ষায় রইলাম।
    • @Dipankar Roy: kono desh er nam e baje baje comment korben na ar mane ki . bsf jokhon valo manus gulara mara tokhon koi thakan apni ?? india to comment korar joggota rakha na.
  7. নিজেদের সচেতন হতে হবে, নাইলে শোষন, অবিচার থেকে মুক্তি পাওয়া যাবেনা। খাসা টিউন করেচেন, সঠিক সময়ে। যারা ভারতীয় সিরিয়াল, কাপড়ের প্রতি অনুরাগী তাদের শিক্ষা হওয়া উচিত।
  8. ওদের কি দোষ দেব, ২১শে ফেব্রুয়ারীতে তো আমরাই রাস্তায় বড় বড় বাংলা অক্ষরে লিখে বাংলা ভাষাকে তথাকথিত শ্রদ্ধা নিবেদন করি এবং নিজেরাই সে অক্ষরগুলো পাড়াই, তো এরা তো বাইরের দেশের পাবলিক…
    আর জাতীয় সঙ্গীত বিকৃত করার কথা বলছেন, আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে ব্যাঙ্গাত্বক অনেক অশ্লীল কৌতুক আমি নিজেই শুনেছি…
    অবশেষে আপনার Status-টাই দিচ্ছি – আগে আমি নিজে বদলাবো পরে অন্যকে বদলাবো “বদলে যাও বদলে দাও”…
  9. ekta desh er posak asak jodi r ekta desh e nokol hoy tate khoti ki? r bangla gan er bikriti korche bangali music dirrector ra e….onara to west bengal er log…..tate ki all india r dosh……????.r joto din ei west bengal e mamta bannerjee (c.m of west bengal) thakbe totodin……bangladesh er opoman hobei….
  10. eto din west bengal er bamfront jamanay bangladesh er obomanona hoy ni……kintu mamta bannerjeer jamanay bangladesh r banglar oitijjher kromannoy obomanana hocche……ek jon bangali bharotio hisabe eta amar lojjar……. aj techtunes ekti bangladeshi website,tobuo west bengal er kono company bangla bhasar site bisso jal e unmokto korte pare ni. amar dekha ei site e bangla bhashaye prothom technical site…..selam janai bangladesh er technical bhai boneder, jara protidi ekhane blog likhchen…….proud to be a bangali……
  11. ভাই, তারা টিভির ভিডিওটার কোন ইঊটিউব লিঙ্ক কি দেয়া যাবে?
  12. সবার আগে ধিক্কার আমাদেরকে ,আমার দেশের মানুশগুলুকে যারা ভারত বলতে পাগল। ভারতের কি দোষ ভাই দোষ তো আমাদের দেশের মন্ত্রিদের যারা সারাবছর ধরে তাদের পা চাটে। তারা তো তাদের দেশের বেপারে এক্কেবারে সারথপর। শত খারাপ কাজের পর তারা তাদের দেশের স্বার্থ কে খুবই সংবেদনশীল। আর আমাদের দেশের এম পি দের কথা বাদ দিলাম তারা নিজের সারথর বেপারে সবচাইতে বেশি সংবেদনশীল । নইলে এখনও কেন উত্তর বঙ্গের মানুষ দের না খেয়ে মরতে হই ? কেন হাযার কোটি টাকা খরচ করে বিদ্যুৎ প্ল্যান্ট করে কিন্তু বছরের পর বছর তা থেকে দেশের সাধারন মানুষরা কুনো সুভিদাই পাই না ? কেন যোগাযোগ মন্ত্রি এখনো পদ ত্যাগ করে না? কেন তিস্তার চুক্তি হই না? বি ডি আর বিদ্রহ কেন হই? কেন এখন এত সন্ত্রাসী? বিদ্যুৎ সে তো রুপকথার গল্প হইয়ে গেছে।।
    বিশ্বর সব খানে যখন চরম উন্নতি আমরা তখন এম বি এ পাশ করে কুনো ব্যাংক এর জুনিওর অফিসার হওয়ার জন্য তদবির করি। কিন্তু কেন তদবির করতে হবে ? যোগ্যতা থাকা সত্তেও কেন কাজের অভাব হবে ? কেন একজন আরেকজনের দোষ দিবে? দেশের উন্নতি কথা না ভেবে কেন পর রাজনিতিক দলের সর্বনাশ করার জন্য সরকারি দল উথেপরে লাগে ? কেন হরতাল হই যখন কুনো ইস্যুই থাকে না ?
    আমি জানি সবি একদিন ঠিক হইয়ে যাবে । আমাদের প্রজন্ম সব ঠিক করে দিবে । শুধু একটু সুজুগ দরকার।
    কিন্তু ভই হই দেরি না হইয়ে যাই…………………………………………………………………………।।
    ( আমি কি পোস্ট তা অন্য কুনখানে শেয়ার করতে পারব)
    • আরে আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ এতো দারুন একটা কমেন্ট করার জন্য । হুম অবশ্যই এই পোস্টটি শেয়ার করতে পারবেন ।
  13. ভাই এইসব ফাও প্যাঁচাল পিটটা লাভ নাই। দেশের সরকার যাইয়া ওদের পা চাটবে, তার দাদাভাইরে যা ইচ্ছা তাই করার জন্য দরজা খুলে দিবে আর আপনি এখানে বসে ঘরের দরজা বন্ধ করে, টিভি বন্ধ করে বসে থাকবেন তাতে কি লাভ।
    একটা ঘটনা বলি ভাই, আপনারা নিশ্চয়ই জি বাংলায় মীরাক্কেল দেখেছেন। আমিও দেখি। দেখার পিছনে মূল কারণ হল আমাদের দেশের বেশ কয়েকটা ছেলে সেখানে খুব ভাল করছে। এ নিয়ে আমার কোন অভিযোগ নেই। অভিযোগ অন্য যায়গায়।
    সেখানে আমাদের দেশের শশী নামের একটা মেয়েও পারফর্ম করে। কিন্তু তার পারফরমেন্সে যতটা না থাকে জোকস তার চেয়ে বেশী থাকে দেশকে পচানো আর জি বাংলার পা চাটা। এসব করে তারা কি আনন্দ পায় বুঝিনা। জোকস করতে হলে নিজের দেশকে কেন অন্য দেশের মানুষের কাছে পচাতে হবে? ছোট বেলা থেকে শুনে আসছি দেশ নাকি মা। বিশ্বাসও করি তাই। তাহলে এগুলা কি নিজের মাকে অন্যের কাছে হাসির পাত্র করে তুলা না।
    এবার মজার ঘটনা শোনেন, শশীর বাড়ী হচ্ছে ভৈরব। ঘটনাক্রমে আমার ভালবাসার মানুষটির বাড়িও সেখানে। একদিন কথা বলতে বলতে বলে বসলো শশী তার ছোটবেলার বান্ধবী। শুনে কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর সব তাকে খুলে বলে বললাম যদি কখনও পারে তাকে যেন বলে, দেশটা যেমনই হোক দেশটাকে যেন ভালবাসতে চেষ্টা করে। কথাগুলো শোনার পর বেচারি মন খারাপ করে বসে রইল।
    তখন ভাবলাম, এই মানুষগুলো কেন তাদের কাছের মানুষগুলোর গর্ববোধকে পদদলিত করে। জানিনা কেন, তবে এইটুকু বলতে পারি ভারতীয় জনগনকে ধিক্কার না জানিয়ে নিজেদের ধিক্কার জানান।
    একটা কথা বলি, আমরা জাতি হিসেবে যতটা পিছিয়ে আছি, মানুষ হিসেবে তার চেয়ে অনেক বেশি পিছিয়ে আছি।
  14. আমরা কি দেশ প্রেম বাড়ানোর জন্য টিউন করতে পারিনা। আর একজন একজন করে ভারতীয় কালচার থেকে দূরে থাকা শুরু করি। এটাই হবে দেশ প্রেম এর প্রথম অধ্যায় ।
  15. এই কমেন্ট টা দয়া করে পড়ুন ও কিছু ভুল ধারনা ত্যাগ করুন।
    Vaia ami tune ta porlam r apnader comment o sunlam, ekta kotha apnader mathay rakha uchit India dhormoniropekkho desh r amader sonoskriti mohan sob dhormo borner manus k sroddha korte sekhay songe sob deshke o . apni tara tv r kotha bolchen, ami sirial ta na dekhei apnar kotha bissas korchi. kintu vaia akta chanel ba ekta directorer dristivongi te puro varot borsho chole na. apnader shadinota kintu varoter sahajjei eseche . r varotborser afuronto sahajjo na pele apnader desh etota egote parto na. ami kauke choto korte chaichi na, dhorun amra americar kach theke onek sahajjo pai kono eak american varot ke opoman korle amra jodi oder kach theke sahajjo neoa bandho kore di tahole amader e loss. asha kori bujh te parchen. amader ekhane o onek bangladesi vai sosonmane bas koren. jai hok tara tv r bepare ekta ovijog potro likun tara tv apnader desher kache khoma chaite baddho hobe. karor mone kosto die thakle sorry……………..sokole valo thakben……….
    • @jiko: ভাই আপনার জাতীয়তা আমার কাছে খুব একটা পরিষ্কার নয় বলে দুঃখিত। তারা টিভি নিয়ে অভিযোগ নেই। তবে আপনার মতামত নিয়ে অভিযোগ আছে যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন। ভাই আর কতকাল আমরা সাহায্য সাহায্য বলে কাঁদবো বলতে পারেন। আমরা কি কখনও নিজেদের মত করে বাঁচতে শিখব না। আপনার এই কথাটা সম্পূর্ণ ভুল, amra jodi oder kach theke sahajjo neoa bandho kore di tahole amader e loss, কারণ কোন সাহায্যই শর্ত ছাড়া আশে না। আর শর্তগুলো দেখতে ছোট হলেও তা সিরিঞ্জ দিয়ে সারা দেহের রক্ত শুষে নেয়ার মত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা মনে আছে তো…
      • @রাফায়েত: rafayet vai east india company r kotha mone ache, kintu vai sahajjo ba sorto apni ja vaben na manle to desh egie nie jaoa muskil. amra to china noy je nijera nijera unnoti kore nebo r ejuge ta somvob o noy. apni e bolechen একটা ঘটনা বলি ভাই, আপনারা নিশ্চয়ই জি বাংলায় মীরাক্কেল দেখেছেন। আমিও দেখি। দেখার পিছনে মূল কারণ হল আমাদের দেশের বেশ কয়েকটা ছেলে সেখানে খুব ভাল করছে। এ নিয়ে আমার কোন অভিযোগ নেই। অভিযোগ অন্য যায়গায়।
        সেখানে আমাদের দেশের শশী নামের একটা মেয়েও পারফর্ম করে। কিন্তু তার পারফরমেন্সে যতটা না থাকে জোকস তার চেয়ে বেশী থাকে দেশকে পচানো আর জি বাংলার পা চাটা। এসব করে তারা কি আনন্দ পায় বুঝিনা। জোকস করতে হলে নিজের দেশকে কেন অন্য দেশের মানুষের কাছে পচাতে হবে? ছোট বেলা থেকে শুনে আসছি দেশ নাকি মা। বিশ্বাসও করি তাই। তাহলে এগুলা কি নিজের মাকে অন্যের কাছে হাসির পাত্র করে তুলা না।
        এবার মজার ঘটনা শোনেন, শশীর বাড়ী হচ্ছে ভৈরব। ঘটনাক্রমে আমার ভালবাসার মানুষটির বাড়িও সেখানে। একদিন কথা বলতে বলতে বলে বসলো শশী তার ছোটবেলার বান্ধবী। শুনে কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর সব তাকে খুলে বলে বললাম যদি কখনও পারে তাকে যেন বলে, দেশটা যেমনই হোক দেশটাকে যেন ভালবাসতে চেষ্টা করে। কথাগুলো শোনার পর বেচারি মন খারাপ করে বসে রইল।
        তখন ভাবলাম, এই মানুষগুলো কেন তাদের কাছের মানুষগুলোর গর্ববোধকে পদদলিত করে। জানিনা কেন, তবে এইটুকু বলতে পারি ভারতীয় জনগনকে ধিক্কার না জানিয়ে নিজেদের ধিক্কার জানান।
        tahole bolun soshi r jonno bangladesh ki tar sonman haralo, na kokhono noy je ba jara nijer ba onno karor desh ke choto kore tara nijerai hin monosko.sosi r eai sosta publicity r jonno jemon bangladesher sonman bisser dorbare eto tuku komeni serokom tara tv ei sosta publicity r jonno apnader deser sonman kombe na.r apnake eo bole rakhi tara tv amader national clanel gulor moddhe na jemon stargold,colours,zeetv,sony,imagine, etc.
        tara tv r eai hin kajer jonno amrao dukkhito r jodi eibepar ta nie sorgol othe oder kopale onek dukkho ache.
        apni r o bolechen আমরা জাতি হিসেবে যতটা পিছিয়ে আছি, মানুষ হিসেবে তার চেয়ে অনেক বেশি পিছিয়ে আছি। amar ta motei mone hoy amra bangali ra jati ba manush hisbe pichie nei tahole amader moddhe Rabindranath,jagadish,Amarta sen,Profullochandro era jonmaten na. amra asole pichie achi sovvotar dik die, amar to mone hoy poschimer desh gulor free sex er songoskriti r cheye amader songoskriti onek valo.
        I.S Raju bolechen ধিক্কার ধিক্কার ধিক্কার . . . . . . . . থুঃ থুঃ থুঃ ভারত
        eta ki sustho monoskotar porichoy? bodh hoy na. eai montobbo techtunes er niomer biruddhe karon etar dara varot borso ke opoman kora hocche. I.S.Rajur comment je kono varotio dekhle vison rege jaben sondeho nei, tai bole tara bangla desh k osroddha korbe eta thik noy. ” pagol chagol ” uvoy dehsei ache tader paglami ba chaglimir dike mon na die dui desher moddhe vatritter somporko otut rakhai besi gurutto purno.
    • @jiko: r apnake eo bole rakhi tara tv amader national clanel gulor moddhe na jemon stargold,colours,zeetv,sony,imagine, etc.
      এই কমেন্টের মাধ্যমে আমার যতটুকু ধারণা আপনি বাঙালি হলেও বাংলাদেশি নন। আমিতো বলেছি আপনার মতামত নিয়ে অভিযোগ আছে যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন। আপনাদের কালচার নিয়েও আমার অভিযোগ নেই। ভারত নিয়েও নয়। অভিযোগ আমাদের কিছু মন মানসিকতা।
      আমাদের এইসব আর্ত চিৎকার কি করে বুঝবেন বলেন। যাই হোক কিছু বুঝাতেও চাই না। সময়ই সব বুঝাবে। সব কিছুরই শেষ আছে। যে দেশের মানুষ স্বাধীনতা ছিনিয়ে আনতে পেরেছে তারা ভাগ্যও ছিনিয়ে আনতে পারবে। জাস্ট ওয়েট। সব কিছুর উপযুক্ত জবাব আমরা দিতে পারব ইনশাল্লাহ।
      মনে রাখবেন, Nothing goes unpaid. ভাল থাকবেন…
    • @jiko: আপনি কী ইন্ডিয়ান ? এই প্রশ্নের উত্তর যদি হয় হ্যা, তবে স্বাধিনতার সময় আপনাদের যে সৈন্য এ দেশের জন্য প্রাণ ত্যাগ করেছে তাদেরকে কিন্তু বাংলাদেশ সম্মান করে । বাংলাদেশের মানুষজন কখনো ভারতকে এমনি এমনি অপমান করে না। ভারত অফুরন্ত সাহায্য বাংলাদেশকে করেছে এ কথা আপনায় কে বলেছে ? আচ্ছা আমার কয়েকটা কথার উত্তর দেন তো -
      ০১. আপনাদের বিএসএফ প্রতিদিন কেন ২/৪টা বাংলাদেশীকে না মারলে শান্তি পায় না ? না স্বাধিনতায় সাহায্য করেছে এর কারণে প্রতিদিন মানুষ মারা জায়েজ হয়ে গেছে ?
      ০২. আপনাদের সরকার কেন বাংলাদেশের চ্যানেল ভারতে দেখাতে দেয় না ?
      ০৩. আপনারা কেন ফারাক্কা বানায়ে বাংলাদেশের উত্তর অন্চল মরুভূমি বানাচ্ছেন ?
      ০৪. বাংলাদেশী কোন পণ্য কেন ভারতে সহজে যেতে পারে না ?
      ০৫. এখন বাংলাদেশের কোন অনুষ্ঠানে ভারতের পতাকাকে যদি পায়ের নীচে রাখা হয় তখন আপনার অনুভূতিটা কেমন হবে?
      সব বিষয়ে নিজেদের শ্রেষ্ঠ ভাববেন না । হিন্দু – মুসলমান দাঙ্গা হলে ভারতেই হয়, বাংলাদেশে কখনো হয় না । মুসলমানকে মারার জন্য যদি কোন হিন্দু প্রতিষ্ঠান থাকে সেটা ভারতেই আছে, বিশ্বের আর কোথাও নাই । আপনি বলতে পারেন. আপনাপদের দাবিকৃত ধর্ম নিরেপেক্ষ রাষ্ট্রে কেন বছরের পর বছর হাজার হাজার মুসলমানকে যারা মারলো তাদের বিচার হচ্ছে না ? আপনাকে একটা তথ্য দিই, এটা আমার না বিবিসির, ভারতের ৭০% এর বেশী মানুষের এখন দৈনন্দিন আয় ৭৫ রুপির নীচে!!! এটা কী আপনার জানা আছে ? আশা করি পুরো বিষয়টা বুঝতে পারবেন আর সৎ সাহস থাকলে প্রশ্নগুলোর উত্তর দিবেন ।
      • @professionalac1: ha ami Indian
        1. amader bsf protidin 2-4 te bangladeshi mare eta vul dharona, mone rakhben kata tar er bera dingie bangladesi rai varote asar chestha kore kaj khujte, varotio ra noy.
        2.amader sorkar bangladesh er chanel varote dekhay na mene nilam, kintu onno kono desher chanenel o dekhay na. tobe ha discovery, national geographic, animal planet egulo bad die karon egulo International chanel. r ekta bepar india te bangladeshi chanel gulo oto publicity pabe na karon khub komshonkok manus e banglate kotha bolen.
        3. kono desher sorkar tar nijer deshe ki korbe farakka banabe ki banabe na seta jatio sharther upor nirvor kore, amader kharap kore apnader valo korte pari na.
        4. Bangla deshi ponno varote sohoje jete pare na karon holo varot borsho dhan chal uthpadone worlder 3 no tai bangladeshi ponner proyojon nai r technological dik die apnara amader cheye onek pichie tai technological ponno anar o proyojon nai jodi antei hoy china ba japan theke ana hoy.
        5. Bangladesher kono onusthane varoter jatio potaka k payer niche rakhle obbosoi kharap lagbe tobe asha korbo seta bangla desher jatio onusthan hobe na. jemon ta tara chanel amader jatio kono chanel noy.
        amra sob bepare nijeder shrestho vabi na. hindu musolman danga varotei hoi manchi , bangladesh to muslim prodhan desh tai tader upor keu aoaj othate pare na, kintu varotborso dhormo niropekkho desh bole karo sharthe eto tuku gha laglei danga suru hoy karon manus sob soite pare dhorme aghat noy. tobe danga akhon hoy na. kolkata r borobazar, metiabruj e kichu muslim jara indian kintu pakisthaner potaka use eta kon juktite kore bolte paren tader boktobbo “amra muslim tai Pakisthania” ajk dhormo nie besi kotha likhbo na tate tikto ta barbre. eai tunes e oneke comment koreche আমাদের দেশের পোলা পা্নদের ও বুঝি না। ভারতের কোন গান বের হলেই সেই সান নিয়েই ব্যাস্ত। এই তো কিছুদিন আগেই পাগলু প্যান্ট, পাগলু শার্ট, পাগলু জুতা, পাগলু বাল, পাগলু ছাল। আর সহ্য হয় না। আমাদের দেশের সংস্ক্রিতিকে একেবারে ধংশ করে ছারল। ঘৃণা এসে গেছে এদের প্রতি। ekhane varoter ki dosh ache nachche to apnader desher polara.
        ভাই আপনাকে ধন্যবাদ
        ভারতকে আমি ঘৃণ্যা করি আজিবন করবো
        তারা আমাদের বন্ধু বরং কাল সাপ eta eakta smprodaik montobbo
        ধিক্কার ধিক্কার ধিক্কার . . . . . . . . থুঃ থুঃ থুঃ ভারত
        egulo sunle bojha jay apnara onek irshannito varoter proti.
        r varoter 70% loker gorbir kotha bolchen india tei IPL hoy, worlder sobcheye dhoni lok mukhes ambani, laxmi mittal indiar i lok. taka ure beracche dhorbar tix jante hobe. ekta sadharon school student catering er kaj part time e kore RS4000/- income korte pare india thekei sorkarer maddhome gramin kormosuchi, swanirvor jojona, ettadir maddhome lok kaje neoa hoy. sudhu hat pete sorkare asay bose thakle hobe na.
        Eto kichu to bollam R o ekta information dei “Barak Obama” bolechen america voy pay India ebong China r breliency & samortho ke. asha kori bujhde parchen. eto kichu lekhar eaktai karon Indiar kono eak chanel er ekta vuler jonno India k hate korben na. amra apnader valobasi ebong sonman kori.
      • পুরা সহমত পোষন করছি । আপনার সাদে @professionalac1:
  16. রাফায়েত ভাই LIKE করলাম…
  17. যে দেশের মাথাটাই পোঁচতে শুরু করেছে সেখানে আপনি আর আমি চিৎকার করে গলা ফাটালেও কেও আপনার কথা শুনবে আশা করা বৃথা । আমি ভারতীও মুভি অনেক আগেই বাদ দিয়েছি এখন শুধু খেলার চ্যানেল বাদ দিলেই আমি মোটামুটি মুক্ত । আপনারাও চেষ্টা করুন ।
  18. vai thik kotha koisen. zee banglata akta onusthan hoe nam “keya patar nouka”.
    ai natoka musulmander ka ja kivabe opoman kora hossa ta na dekhla bujhben na.
    asolai amader ka akta podokkhap naoa uchit.
    1971 sala jode kao podokkhap na nito tahole a desh kintu kokhono sadhen hote parto na.
    ami mone kore sarokom somoe samne astase.
    • @তরিকুল: তরিকুল ভাই আমি নাটকটা দেখেছি। আপনি একটু চিন্তা করে দেখুনতো অখানে মুসলমানকে অপমান করা হল কোথায়। ওখানে অপমান করা হয়েছে মৌলবাদকে, এবং এরূপ মৌলবাদী ঘৃণ্য চরিত্র সেই সময় প্রচুর ছিল। আপনি যদি মৌলবাদে বিশ্বাসী হয়ে থাকেন তবে কিছু বলার নেই। যদি না হন তবে বলি, এভাবে ভাবলে আমরা নিজেরাই নিজেদের প্রাণপ্রিয় ধর্মকে অপমান করব।
    • কিন্তু এই রকম পদক্ষেপ কিভাবে নেওয়া সম্ভব ?@তরিকুল:
  19. @সাব্বির আলম koita faltu Tv chanel ebong faltu movie dekhe india k chine nilen ar tv -er moto natok kore fellen …ar ki jeno chenl tar naam tara bangla ..amader ekhane khub kam lok dekhen…tabu-o amader ekhane tv chenel ra nijer chanel k famus korar jonno erokom onek kahini banie thake……ar jodi dhrun amake keu bollo tui sala kukur ta bole ki ami kukur hoe gelam…balun kichu……………ar apni jodi chaan ekhane ese tara tv er name report korte …to ami help korte pari apnake ..karon amr abba ekjon advocate and ami (Riayz ) amio indian nagorik… so kobe aschen ekhane amar sathe contact karun???
  20. কে দেখছে ? কোন প্রমান তো দেন নাই ভাই নাকি শুধু শুধু বাজার গরম করছেন। আর এটা কিন্তু ব্লগ সাইট না।
    • @mindfaish: eta thik bolechen vai, tobuo tuner vaier tune k sonman debar jonno biswas korte holo.
    • আপনি দেখেন নাই বলে কেউ দেখে নাই ? ফেইসবুকে এটা নিয়ে আলোরন সৃস্টি হয়ে গেছে আর আপনি কিছুই জানেন না ? আর আমাদের পত্রিকায় আসেনি কারন আমাদের সরকার ভারতের দালাল আর আমাদের পত্রিকা আমাদের সরকারের দালাল @mindfaish:
  21. @সাব্বির আলম, আপনি কেন, কোথাকার কোন ফালতু টিভির ফালতু অনুষ্ঠানের কথা বলে, শুধুশুধু মানুষের মনে ভারত সম্পর্কে নেতিবাচক ধারনা সৃষ্টি করছেন। প্রথমত, আপনি কোন প্রমাণ দেখাতে পারেননি। আর ভূলে যাবেন না, কলকাতার অনেকেই আমাদের বাংলা ব্লগ এবং ফোরামে নিয়মিত ভিজিট করেন। তারা আমাদের সত্যিকার অর্থেই ভাল জানে। তাই প্রমাণ ছাড়া এই ধরনের কোন বির্তকিত বিষয় আলোচনা করে, আমাদের সম্পর্কে তাদের মনে কোন ধরনের নেতিবাচক ধারনা সৃষ্টির সুযোগ করে দিবেন না।
    দ্বিতীয়ত, আপনি ভারতীয় টিভি চ্যানেল বাদ দিতে বলছেন। আমার কাছে এটা একটি হাস্যকর দাবি বলে মনে হয়েছে। কারণ, আপনি “তারা টিভি” এর মত “D Grade” এর চ্যানেলগুলোও মিস করেন না, সেখানে আপনার মুখে এই দাবি!! মহানবীর মিষ্টি খাওয়া নিয়ে গল্পটি নিশ্চই মনে আছে, যেখানে তিনি একটি ছোট ছেলেকে মিষ্টি খেতে নিষেধ করবেন বলে, নিজেই মিষ্টি খাওয়া ছেরে দিয়েছিলেন। এখন আপনি বলেন, আপনি কি আপনার বাসার সবকয়টি ভারতিয় চ্যানেল বাদ নিয়েছেন। নাকি মহানবীর আর্দশই ভূলে গেছেন।
    তৃতীয়ত, দোষ করলো “তারা টিভি”। আর নাম পরলো ভারতের। এখানেই শেষ নয়, সেটা বাংলাদেশ সরকার হয়ে শেষ পর্যন্ত পরলো শেখ হাসিনার ঘাড়ে। আপনি নিজেই ভাবেন, এটার জন্য সত্যিকার অর্থেই শেখ হাসিনা বা ভারতীয় সরকার দায়ি কিনা।
    আর আমরা সবাই জানি, আমাদের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি কি। শুধু বাংলাদেশ নয়, দক্ষিন এশিয়ার সবকয়টি দেশকেই ভারত তার হাতে রাখতে চায়। এক্ষেএে আমাদের কর্তব্য আমাদের দেশটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যেখানে ভারত আমাদের সমকক্ষ ভাবতে। তখন আর এই ধরনের ভূল বোঝাবুঝির সৃষ্টি হবেনা। সেই পর্যন্ত বদনাম করা বাদ দিন। হয় কিছু করে দেখান, না হয় চুপ থাকেন।
    • @রাজিব: সহমত ভাই। আমার সত্যি ভাল লাগছে আমাদের সাইটে ভারতীয় পাঠক দেখে। আগের কমেন্টে বলেছি “কিছু বুঝাতেও চাই না। সময়ই সব বুঝাবে। সব কিছুরই শেষ আছে। যে দেশের মানুষ স্বাধীনতা ছিনিয়ে আনতে পেরেছে তারা ভাগ্যও ছিনিয়ে আনতে পারবে। জাস্ট ওয়েট। সব কিছুর উপযুক্ত জবাব আমরা দিতে পারব ইনশাল্লাহ।”
      আশা করি আমরা সেটা করতে পারব। তবে যারা ঘৃণা পোষণ করেছে তাদের কিছু বলব না কারন তাদের কিছু বলব না। কিন্তু ভারতের ঘাড়ে দোষ দিয়ে নিজেদের দোষ ঢাকা যাবে না। ভারতীয় ভাইদের আরও কিছু বলতাম। কিন্তু এটা ব্লগ সাইট না। তাই বেশী কিছু বলতেও চাচ্ছি না। সবাই ভাল থাকবেন।
      • @রাফায়েত: জিঁ ভাই, বেশি কথার চেয়ে কিছু করাটাই শ্রেয়।
        ভারতীয় পাঠক দেখে আপনি খুশি হয়েছেন দেখে আমারও ভাল লাগবে। জেনে আরো ভাল লাগবে যে, আমাদের এই বাংলা ব্লগগুলোতে পাকিস্থানিরাও আসে।
    • আমার দেশ নিয়ে যে যা করবে আমি কিছু বলবো না ? আমরা আমাদের দেশকে মায়ের মত ভালবাসি তাই মাকে নিয়ে কথা বললে সহ্য হয়না । @রাজিব:
  22. টিউন করলেই কি ভাই দেশপ্রেম বেড়ে যাবে ? আমরা যেমন আমাদের মাকে ভালবাসি এবং তা প্রকাশ করার বিষয় নয় তেমনি দেশপ্রেমো প্রকাশ করার বিষয় নয় । এগুলো মানুষের অন্তরেই থাকবে @মনির:
  23. sobar aage boli j ami indian.r boli j ei rokom desh o dhormo ke uskani dewar moto blog ki khabe modaretar der kach theke post holo ta jani na….ei rokom post ban koro dorkar…….r ekta kotha boli j somaje thakte hole eka eka bacha jay na, tai onner help er o dorkar….r tara tv er show te kotha jara bolche,tader uddess e boli aage oi video er clip ta sobai ke dekhan tar por comment korben………r bangladesh jodi india k kichu na dey tate indiar kichu jay ashe na, kintu india jodi bangladesh k help na kore tahole bangladesh er e khoti hobe,…..apnar der kache jemon bangladesh mohan,temni amar kacheo india mohan……tai onno desh er nam e baje bokben na….r desh er upor thu thu felaf odhikar apnake ke diyeche????? bangladesh er total population indiar er che kom mathaye rakhben…..aage india er moto financial, economical,and technology er dik theke strong hon, tar por er india er somporke comment korun……..jay hind……
    Ekjoy bangali o bangladesh er protibeshi desh indiar nagorik hisabe bangladesh er desh jononi ke janai antorik pronam.
  24. আমার দেশ নিয়ে যে যা করবে আমি কিছু বলবো না ? আমরা আমাদের দেশকে মায়ের মত ভালবাসি তাই মাকে নিয়ে কথা বললে সহ্য হয়না । আর আমাদের সরকার যে ভারতের কেমন দালাল তা আমরাই জানি । আর আমি অনেক কিছুই করে দেখাইছি পাড়লে আপনি দেখান ? @রাজিব:
  25. @Dipankar Roy: মি: এখানে কার ধর্মকে উসকে দিয়েছে ? তুমি ভাই উল্টাপাল্টা কথা বলছো কেন ?
    তোমাদের পশ্চিমবঙ্গের লোকজনের কতটা মূল্য আছে ইন্ডিয়ায় ? খুব একটা মনে হয় না, তোমরা যারা
    ২/৪ জন বিকৃত বাংলা জানো ৪দিন পর এটাও ভুলে যেয়ে হিন্দিতে বকতে শুরু করবা ।
    জাতি হিসেবে তোমাদের অধঃপতন সত্যিই অবাক করার মতো । মডারেটর কোন পোস্ট এখানে পাবলিস করার পারমিশন দিবে যেটাতে তোমাদের কীর্তন গাওয়া হবে সেটা ?
    First know own, and then try to supply all. Mind it,”who lost his root he lost his all”.
    তোমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা নিজেদের শিকর ভুলে গেছ, আর কিছু তো থাকার কথা নয় ।
    এখন স্টপ যাও, এখানে আজারে পেচাল পারে লাভ নাই ।
    • @professionalac1: apnader k janiye rakhi ei post er link eti moddhei indian gov site of internet media & communication (National Internet Exchange & Government of India, Department of Information Technology) e report abuse for violence e rigister hoye geche…..and the will take against the comments and it’s post. so plz delete this post or don’t give any violenceable comments.
  26. apnader k janiye rakhi ei post er link eti moddhei indian gov site of internet media & communication (National Internet Exchange & Government of India, Department of Information Technology) e report abuse for violence e rigister hoye geche…..and they will take action against the comments and it’s post. so plz delete this post or don’t give any violenceable comments.
  27. ভাই আমি আপনাদের সমস্ত টিউন এবং কমেন্ট পড়লাম। আমি ভারতীয়। আমি জানি ভারত এবং বাংলাদেশ এক বৃন্তে দুটি কুসুম। এটা একটা অনিচ্ছাকৃত ভুল। এই ভুলকে আঁকড়ে ধরে আমাদের এবং আপনাদের সুমধুর দাদা-ভাই সম্পর্কটিকে দয়া করে নষ্ট করবেন না। আমি এই ভুলের জন্য ভারতের তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আমরা ভাই-ভাই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
  28. পৄথিবী সব চাইতে বাজেদেশ৷
  29. যারা আমার কাছে প্রমান চাইছেন তারা এগুলা দেখে এসে আমারে কমেন্ট করবেন । http://
    http://www.facebook.com/
    photo.php?
    v=2184515404703 এবং https://
    http://www.facebook.com/
    group.php?
    gid=239043648515
  30. অপ্রিয় যত সত্য সহ্য করার
    ক্ষমতা আছে কি ? https://
    http://www.facebook.com/
    photo.php?
    v=2184515404703
    ভারতীয় ছবিতে বাংলাদেশের জাতীয়
    সংগীতকে নিয়ে তামাশা !
    এই ক্লিপটা দেখলেই আপনাদের
    কাছে ক্লিয়ার হয়ে যাবে।
    এরা নাকি আমাদের প্রতিবেশী !
    উল্লেখ্য যে, এর আগে বাংলাদেশের
    পতাকাকে নিয়ে ‘তারা বাংলা টিভি’
    তে তামাশা করা হয়
    দেখুনঃ
    https://
    http://www.facebook.com/
    group.php?
    gid=239043648515
    অনেক ভাদাই আছেন যারা বলবেন
    ব্যাটা ঠিকমত গাইতে পারে নাই, ওই
    জায়গায় গলার আওয়াজটা একটু
    চড়া হবে, পতাকায় রেশিও ঠিক নাই, লাল
    রংটা আর একটু গাঢ় হবে ব্লা ব্লা ব্লা…
    কেউ আবার ৭১ আর পাকিস্তানের
    প্রসংগ টানবে !
    যাদের নিজেদের জাতীয়তাবোধই নাই
    তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়াই
    কর্তব্য বলে মনে করি।
  31. পৄথিবী সব চাইতে বাজেদেশ ভারত।এদের চেয়ে Myanmar আরো ভলো ।আর Indian Bengali দের Bangladesh এর প্রতি কোন ভালোবাসা নেই এদের সাথে কথা বলে লাভ নেই।তবে ওরা অতিথি তাই ওদের সাথে তর ক নাকরা ভালো।thanks sabbir for this tune.
  32. ভারতীয়দের আর কি বলবো? আমাদের দেশেই ভারত বলতে পাগল একপ্রকার মানুষ আছে, সংক্ষেপে যাদের ‘ভাদা’ বলা হয়। আমাদের দেশের খেয়ে এরা ভারতের পক্ষে উকালতি করে। এদেরকে আগে ঠিক করতে হলে “গদাম” দিয়ে ঠিক করা উচিত। সচেতন করার প্রয়াসের জন্য ধন্যবাদ।
  33. ara probasider sonman korta janana.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More