Total Pageviews

Feedjit Live

Wednesday, September 14, 2011

 আলোচনা সভায় নাজমুল হুদা মুজিবকে জাতির পিতা বলতে দ্বিধা বোধ করি না

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য নাজমুল হুদা বলেছেন, ‘শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ আমাদের অনুপ্রেরণা দেয়। এই ভাষণের মধ্য দিয়েই এ দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই তাঁকে জাতির পিতা বলতে দ্বিধা বোধ করি না।’
জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার জাতীয়তাবাদী জিয়া ফ্রন্ট আয়োজিত ‘জনতার জিয়া’ শীর্ষক আলোচনা সভায় নাজমুল হুদা এসব কথা বলেন। তিনি বলেন, শেখ মুজিব, জিয়াউর রহমানসহ জাতীয় নেতাদের যাঁর যা অবদান তা স্বীকার করতে হবে।
সদ্য প্রতিষ্ঠিত এই সংগঠনটির উদ্যোগে এটাই প্রথম কোনো আলোচনা সভা। সংগঠনের আহ্বায়ক আকবর আমিন সংগঠনের কার্যক্রম সম্পর্কে বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠায় ভূমিকা রাখাই সংগঠনের মূল কাজ।
সংগঠনের সঙ্গে নাজমুল হুদার সম্পর্ক জানতে চাওয়া হলে তিনি বলেন, সভায় তিনি অতিথি হিসেবে এসেছেন। এই সংগঠনটি ভবিষ্যতে রাজনৈতিক দলে রূপান্তরিত হবে কি না, তা এর সঙ্গে জড়িত ব্যক্তিরা বলতে পারবেন।
বিএনপির দপ্তরে কর্মরত এক নেতা বলেন, এ ধরনের সংগঠনের নাম আগে শুনিনি। জিয়াউর রহমানের নামে অনেকেই সংগঠন করেন। তবে এগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপির কাছ থেকে অনুমোদন নেওয়া হয় না।
সভায় নাজমুল হুদা বলেন, ‘আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন একটি সঠিক ইতিহাস। সরকার বদলের সঙ্গে ইতিহাস পরিবর্তনের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। সঠিক ইতিহাস লেখার জন্য দক্ষ ইতিহাসবিদ এবং এ দেশের জনগণকে কাজে লাগাতে হবে।’
জোট সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, এ দেশে অনেক সমস্যা। সংসদ অকার্যকর, ছাত্ররাজনীতি বিপথে চলে গেছে, রপ্তানি খাতগুলোতে নানা সমস্যা। অথচ এসব জাতীয় সমস্যা সমাধানের পরিবর্তে রাজনীতিবিদেরা সর্বক্ষেত্রে বিভেদ সৃষ্টি করে চলেছেন। তাঁরা মুখোমুখি ও সাংঘর্ষিক রাজনীতির পথে চলছেন। এভাবে চলার কারণে দেশের কোনো উন্নয়ন হচ্ছে না। দেশ পেছনের দিকে চলছে।
সংগঠনের আহ্বায়ক আইনজীবী আকবর আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ন্যাশনাল সিকিউরিটি পার্টির চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More