Total Pageviews

Feedjit Live

Thursday, June 30, 2011

জাতির পিতা, সাতই মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্ত

সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতার স্বীকৃতি ও তাঁর প্রতিকৃতি সংরক্ষণ, প্রদর্শনের বিধান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা দুইটা ৫০ মিনিটে পাস হওয়া সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন-২০১১তে নতুন অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয়।
সংবিধানে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা ও ১৯৭১ সালের মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্রও সন্নিবেশ করা হয়েছে।
সংবিধানের অনুচ্ছেদ ৪-এ নতুন দফা ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে’—প্রতিস্থাপিত হয়েছে।
সাতই মার্চের গুরুত্ব অনুধাবন করে ১৯৭১ সালের ৭ মার্চের ওই [বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান] ভাষণ এবং এর ধারাবাহিকতায় পরবর্তী কার্যক্রম নেওয়ার নির্দেশনা তথা ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা করে বঙ্গবন্ধুর দেওয়া টেলিগ্রাম ও মুজিবনগর সরকারের ১৯৭১ সালের ১০ এপ্রিল জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করা রয়েছে পঞ্চদশ সংবিধান সংশোধনীতে।
জাতির পিতার সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণার টেলিগ্রাম এবং ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র অনুচ্ছেদ ১৫০(২)-চতুর্থ তফসিলের পর সংবিধানে পঞ্চম তফসিল, ষষ্ঠ তফসিল ও সপ্তম তফসিল সংযোজিত হয়েছে

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More