Total Pageviews

Feedjit Live

Friday, June 24, 2011

প্রেসিডেন্ট ওবামা আফগানিস্তান থেকে ৩৩ হাজার সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন


President Barack Obama delivers a televised address on his plan to drawdown U.S. troops in Afghanistan from the East Room of the White House, June 22, 2011
Photo: AP
প্রেসিডেন্ট বারাক ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বৃহষ্পতিবার নিউ ইয়র্ক যাচ্ছেন ২০১২ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে ৩৩ হাজার আমেরিকান সেনা প্রত্যাহারের তার পরিকল্পনা আরও তুলে ধরার জন্য।
মি ওবামা নিউ ইয়র্কে ফোর্ট ড্রামে দশম মাউনটেইন ডিভিশন এর সেনাদের সঙ্গে সাক্ষাত্ করবেন। এই ডিভিশন থেকে প্রায়ই সৈন্য মোতায়েন করা হয় আফগানিস্তানে।
বুধবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ওবামা ঘোষণা করেন যে তার কথায় “যুদ্ধের যোয়ারে ভাটা পড়ছে”। তিনি বলেন এবছরের শেষ নাগাদ প্রথম ১০ হাজার আমেরিকান সেনাকে ফিরিয়ে নিয়ে আসা হবে। ২০০৯ সালের ডিসেম্বার মাসে যে অতিরিক্ত সেনা সেখানে পাঠানোর কথা ঘোষণা করা হয়েছিলো তার বাদবাকি সেনা দেশে ফিরে আসবে আগামী বছর। যুক্তরাষ্ট্রের বাহিনী ধীর গতিতে তাদের সৈন্য প্রত্যাহার অব্যাহত রাখবে এবং আফগান বাহিনী সেই সঙ্গে নেতৃত্বের দিকে এগিয়ে যাবে।
প্রায় এক লক্ষ আমেরিকান সেনা এখন আফগানিস্তানে দায়িত্ব পালন করছে।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারযাই বৃহষ্পতিবার বলেন যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারকে তিনি স্বাগত জানান। তিনি আরও বলেন আফগানিস্তানের জনগন তাদের জন্মভূমি রক্ষা করবে।

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More