নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে গতকাল বাসভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনার একপর্যায়ে বাগ্যুদ্ধ
ছবি: প্রথম আলো
গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে একটি সভা চলাকালে প্রথমে বাগিবতণ্ডা, তারপর তুমুল হট্টগোল বেধে যায়। সাংসদ কবরী সাংবাদিকদের বলেন, ডিসি-এসপিসহ সভায় উপস্থিত সবার সামনেই শামীম ওসমান তাঁকে অকথ্য ভাষায় গালাগাল দেন। একপর্যায়ে আসন ছেড়ে ছুটে এসে তাঁকে ধাক্কা দেন। এর আগে গত বছর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় শামীম ওসমানের বড় ভাই নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান বর্তমান ডিসির সামনেই কবরীকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন।
তবে শামীম ওসমান কবরীকে ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে সভায় উপস্থিত অনেকেই এই সভায় শামীম ওসমানের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। কী কারণে, কিসের ভিত্তিতে, কোন প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে, তা কেউ স্পষ্ট করে বলছেন না। সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রশ্ন করেন, শামীম ওসমান সাংসদ নন, আইনশৃঙ্খলা কমিটিতেও নেই, আওয়ামী লীগের বড় কোনো পদেও নেই, তাহলে তাঁকে কেন সভায় ডাকা হলো? তবে জেলা প্রশাসন সূত্র বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শামীম ওসমানকে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য করা হচ্ছে।
কেন এই সভা: ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে বর্ধিত বাসভাড়া কমানোর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম আগামীকাল ২০ জুন নারায়ণগঞ্জে আধা বেলা হরতাল ডেকেছে। সিপিবি, জাসদ (ইনু), ন্যাপ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, বাসদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনসহ এখানকার ৬০টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী ও ক্রীড়া সংগঠন এই হরতালের প্রতি সমর্থন জানায়। হরতালের সমর্থনে এক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জে সমাবেশ-মিছিল হচ্ছে। দেয়ালে হরতালের পক্ষে পোস্টারও লাগানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল দুপুর পৌনে ১২টায় আঞ্চলিক পরিবহন কমিটির এক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয়। সভায় ডিসি সামছুর রহমান, পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম, সাংসদ কবরী, সাংসদ নজরুল ইসলাম, মেয়র সেলিনা হায়াত আইভী, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি, সদস্য-সচিব জহিরুল ইসলাম ছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পথে ২৪ টাকা ভাড়া নির্ধারণের দাবি করে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাসভাড়া কমানোর পক্ষে বক্তব্য রাখতে শুরু করেন। এ সময় শামীম ওসমান তাঁর বক্তব্যের মাঝখানে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এর প্রতিবাদ জানান। এ পর্যায়ে আনোয়ার হোসেনের বক্তব্যকে সমর্থন জানান কবরী। এ সময় শামীম ওসমান কবরীকে অশ্লীল গালি দিয়ে বলেন, ‘...তুই চুপ কর।’ কবরী উত্তরে বলেন, ‘তুই চুপ কর।’
বিতণ্ডার একপর্যায়ে শামীম ওসমান আসন ছেড়ে উঠে সাংসদ কবরীর দিকে তেড়ে যান এবং কবরী ও আনোয়ার হোসেনের সঙ্গে তুমুল বিতণ্ডায় লিপ্ত হন। কয়েকজন পরিবহনমালিক নেতা এ সময় শামীম ওসমানের পক্ষে এগিয়ে এসে বাগিবতণ্ডায় লিপ্ত হন। শামীম ওসমান ও দুজন পরিবহনমালিক নেতা তখন আনোয়ার হোসেনের গায়ে ধাক্কা দেন।
সাংসদ নজরুল ইসলাম ও এসপি শেখ নাজমুল আলম দুই পক্ষকে শান্ত করার পর বৈঠক পুনরায় শুরু হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে বিপুল পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।
সভায় শামীম ওসমান বলেন, কবরী ও আনোয়ার হোসেন সরকারি দলের লোক হয়েও বাসভাড়া কমানোর দাবিতে আহূত হরতালে প্ররোচনা দিয়ে বিএনপি-জামায়াতের এজেন্ট হিসেবে কাজ করছেন। কবরীও শামীম ওসমানকে পরিবহন সিন্ডিকেটের হোতা হিসেবে উল্লেখ করেন।
নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী বলেন, ডিসি-এসপির সামনে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা দুঃখজনক।
শহর আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘আমরা হরতালের পক্ষে নই। তবে জনগণের স্বার্থের জন্য রাজনীতি করি। তাই বর্ধিত বাসভাড়া কমানোর দাবির প্রতি সমর্থন জানিয়েছি।’
এসপি সাংবাদিকদের বলেন, ‘দুই পক্ষই উত্তেজিত হয়ে উঠলে তাদের শান্ত করি। সভার বাইরে দুই পক্ষের সমর্থকেরা উত্তেজিত হয়ে উঠলে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়।’
পরে আবার সভা শুরু হয়। কিন্তু পরিবহন নেতারা বাসভাড়া না কমানোর সিদ্ধান্তে অনড় থাকেন। বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম চেঙ্গীস বলেন, পরিবহন মালিকেরা যাত্রীদের কাছ থেকে সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে দুই টাকা কম আদায় করছেন। বাসভাড়া নিয়ে যাত্রী অধিকার সংরক্ষণ অযৌক্তিক হরতাল কর্মসূচি দিলে পরদিন থেকে পরিবহন মালিকেরা লাগাতার ধর্মঘট পালন করতে বাধ্য হবেন। হট্টগোলের মধ্যে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।
এটিএন নিউজ ও এটিএন বাংলার সম্প্রচার বন্ধ: সাংসদ সারাহ্ বেগম কবরীর দিকে শামীম ওসমানের মারমুখী ভঙ্গিতে তেড়ে যাওয়ার বিস্তারিত দৃশ্য গতকাল বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে সম্প্রচার করা হয়। এ নিয়ে নারায়ণগঞ্জে আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু রাত ১০টার পর থেকে নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ অঞ্চলে এটিএন নিউজ ও এটিএন বাংলার সম্প্রচার বন্ধ করে দেয় কেব্ল অপারেটররা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কেব্ল অপারেটর বলেন, নারায়ণগঞ্জে কেব্ল ব্যবসা নিয়ন্ত্রণ করছে শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শহরের নিতাইগঞ্জের আবদুল করিম বাবু ওরফে ডিশ বাবু। তাঁর নিয়ন্ত্রণকক্ষ থেকেই নারায়ণগঞ্জে দেশি-বিদেশি স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার নিয়ন্ত্রণ করা হয়।
এটিএন নিউজ ও এটিএন বাংলার নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুস সালাম বলেন, ‘নারায়ণগঞ্জবাসী এটিএন নিউজ ও এটিএন বাংলা দেখতে না পাওয়ায় গ্রাহকেরা বারবার ফোন করে চ্যানেল বন্ধ করে দেওয়ার কারণ জানতে চাইছে। এখন কেব্ল অপারেটররা যদি চ্যানেল দুটি চালু না করে, আমাদের কিছু করার নেই।’
0 comments:
Post a Comment