প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শেখ হাসিনা
গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমরা জনগণের পাশে ছিলাম, আছি। অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের পকেট থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল কখনো জনগণকে কিছু দিতে পারে না। তাদের রাজনীতি ত্যাগের নয়, ভোগের।’ তিনি বলেন, ক্ষমতায় থেকে যারা দেশের অর্থ-সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, সে অর্থ ফেরত এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে।
গতকাল বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেন্টার চত্বরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এ সময় শান্তির প্রতীক ৬২টি পায়রা ও নানা রঙের বেলুন ওড়ানো হয়।
প্রধানমন্ত্রী বলেন, উপমহাদেশের প্রাচীন ও বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ একটি। নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে এ দল সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে জনগণের হূদয়ে স্থান করে নিতে পেরেছে। শুরু থেকে আওয়ামী লীগ জনগণের ভাগ্য বদলে কাজ করে যাচ্ছে। মাতৃভাষা, স্বাধিকার, স্বাধীনতা, গণতন্ত্রসহ দেশের মানুষ যা পেয়েছে, তা আওয়ামী লীগের কাছ থেকেই পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০০১ থেকে বিএনপি-জামায়াত জোটের পাঁচ বছরের শাসনামলে বাংলাদেশ পরিণত হয়েছিল জঙ্গিবাদ, দুর্নীতি ও অবৈধ অস্ত্র চোরাচালানের স্বর্গরাজ্যে। বর্তমান সরকারের মাত্র দুই বছরে সেই দুর্নাম ঘুচিয়েছে। বাংলাদেশ এখন সামাজিক নিরাপত্তা, খাদ্য উৎপাদনের মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে। দুই বছরে এ সরকার জাতীয় গ্রিডে ১৯২২ মেগাওয়াট নতুন বিদ্যুৎ যোগ করেছে।
আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মহাজোটের ঐক্যকে আরও সুদৃঢ় করার তাগিদ দেন। তিনি বলেন, মৌলবাদী অপশক্তি ও তাদের দোসরদের পরাজিত করতে না পারলে দেশ আবারও গভীর খাদে পড়ে যাবে। দেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, তখন এই অপশক্তি নতুন করে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাইছে।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিএনপি হচ্ছে নব্য মুসলিম লীগ আর জামায়াত হচ্ছে ঘোমটা পরা উগ্র জঙ্গিবাদী দল। বিএনপি-জামায়াত জোট নির্বাচনের পরাজয় এখনো মেনে নিতে পারেনি।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, দেশের মানুষ যতটুকু গণতন্ত্র ভোগ করছে, তার একমাত্র অবদান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার।
আবদুর রাজ্জাক বলেন, একাত্তরের চেতনায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবারও ঐক্যবদ্ধ হলে ষড়যন্ত্রকারীরা কিছুই করতে পারবে না।
সুরঞ্জিত সেনগুপ্ত নিঃশর্তভাবে সংসদে এসে আলোচনায় অংশ নেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গত ১৮ বছরে তত্ত্বাবধায়ক সরকার একটি সুষ্ঠু নির্বাচনও দিতে পারেনি।
নূহ-উল আলম লেনিন ও অসীম কুমার উকিলের উপস্থাপনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, এম এ আজিজ ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সুষ্ঠু ও সফল হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী পালন: গতকাল রাজধানীসহ সারা দেশেই নানা আয়োজনে আওয়ামী লীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারা দেশের দলীয় কার্যালয়ে উত্তোলন করা হয় জাতীয় ও দলীয় পতাকা। সকাল সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে সরকার এবং পরে দলের সভানেত্রী হিসেবে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর পর আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই জনগণ কিছু পায়, আর অন্যরা এসে লুটে খায়। তাঁর দাবি, জনগণের কল্যাণের কথা চিন্তা করেই আওয়ামী লীগ প্রতিটি পদক্ষেপ নেয়।
প্রথম আলো
0 comments:
Post a Comment