Total Pageviews

Feedjit Live

Wednesday, October 5, 2011

 প্রেসিডেন্ট পদে লড়বেন না পেলিন

যুক্তরাষ্ট্রের আলাস্কার সাবেক গভর্নর ও রিপাবলিকান দলের প্রভাবশালী নেতা সারাহ পেলিন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার তিনি এ সিদ্ধান্তের কথা জানান। বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে।
মার্কিন গণমাধ্যমে সরবরাহ করা একটি চিঠিতে পেলিন জানান, অনেক চিন্তার পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। পেলিন বলেন, ‘অনেক প্রার্থনা ও গভীর চিন্তার পর আমি ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন চাইব না বলে সিদ্ধান্ত নিয়েছি।’
পেলিন আরও বলেন, ‘আমার পরিবার আগে। আমার স্বামী টোড ও আমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের কথা বিবেচনা করেছি।’
পেলিন বলেন, তবে তিনি রিপাবলিকান প্রার্থীর পক্ষে প্রচারণা, সিনেটে আসন পুনরুদ্ধার ও সরকার পরিচালনায় কৌশলগত সহযোগিতা করবেন।
৪৭ বছর বয়সী আলোচিত ও সমালোচিত এই মার্কিন নারী রাজনীতিবিদের কাছ থেকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা আসার পর এ নিয়ে গত কয়েক মাস ধরে চলতে থাকা সব জল্পনা-কল্পনার অবসান হলো।
ধারণা করা হচ্ছে, রিপাবলিকান দলের হয়ে ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিত রোমনি বা টেক্সাসের গভর্নর রিক পেরি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার বিরুদ্ধে লড়াই করতে পারেন।

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More